মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫  |   ২৯ °সে

প্রকাশ : ১০ জুলাই ২০২৩, ০৩:৩৮

হাতীবান্ধায় তিস্তা নদীতে নৌকা ডুবে নিখোঁজ ৩

হাতীবান্ধায় তিস্তা নদীতে নৌকা ডুবে নিখোঁজ ৩
অনলাইন ডেস্ক

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় তিস্তা নদীতে একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় নৌকার তিন যাত্রী নিখোঁজ রয়েছে। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চালাচ্ছে রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

রবিবার সকাল ৯টার দিকে উপজেলার সিংগীমারী ইউনিয়নের হাজির মোড় এলাকায় তিস্তা নদীতে নৌকাটি ডুবে যায় বলে জানান সিংগীমারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মানোয়ার হোসেন দুলু।

তিনি জানান, নৌকাডুবির ঘটনায় তিনজন নিখোঁজ রয়েছে। তারা হলেন- সিংগীমারী ইউনিয়নের দ. গড্ডিমারী এলাকার মফিজুল ইসলাম মফিজ, আহিদুল ইসলাম ও ফজলুল হক।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়