রবিবার, ১৯ মে, ২০২৪  |   ২৯ °সে

প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৩, ০৬:৪৮

প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পেয়ে বদলে গেছে ভূমিহীনদের জীবন

প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পেয়ে বদলে গেছে ভূমিহীনদের জীবন
অনলাইন ডেস্ক

প্রধানমন্ত্রীর দেয়া উপহারের জমিসহ ঘর পেয়ে বদলে গেছে, নীলফামারীর ভূমিহীনদের জীবন মান। ভিক্ষাবৃত্তি ছেড়ে শাক-সবজি আর গবাদী পশু পালন করে অনেকেই ঘুরিয়েছেন ভাগ্যের চাকা।

সম্প্রতি জেলার ছয় উপজেলার বিভিন্ন আশ্রয়ণ প্রকল্পে সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রধানমন্ত্রীর উপহারের জমিসহ ঘর পেয়ে বদলে গেছে তাদের জীবন।

ঘরগুলোতে রয়েছে বৈদ্যুতিক সংযোগ। গবাদি পশু পালন করে অনেকেই সৃষ্টি করেছেন তাদের আয়ের উৎস।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে নীলফামারী জেলায় মোট ভূমিহীন ও গৃহহীনদের সংখ্যা ৪৭২৩টি।

এর মধ্যে ১ম পর্যায়ে ৬৩৭টি, ২য় পর্যায়ে ১২৫০টি, ৩য় পর্যায়ে ১৫৮০টি হস্তান্তর করা হয়েছে। ৪র্থ পর্যায়ে মোট ৬৭৮টি ঘর নির্মাণ কার্যক্রম চলমান রয়েছে।

নীলফামারী জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ বলেন, মুজিব বর্ষে, বাংলাদেশের একজন মানুষও ভূমিহীণ ও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নের দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ণ প্রকল্পের অধীনে জমি ও গৃহ প্রধান কার্যক্রম চলমান রয়েছে।

প্রধানমন্ত্রীর উপহারের এইসব ঘর নির্মাণ কাজের গুণগতমান নিশ্চিতে আমরা ছিলাম বদ্ধ পরিকর।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়