সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪  |   ৩০ °সে

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৩:৪৫

সিলেটে প্রাইভেটকার চাপায় প্রাণ গেল মা-ছেলের

সিলেটে প্রাইভেটকার চাপায় প্রাণ গেল মা-ছেলের
অনলাইন ডেস্ক

সিলেটের ওসমানীনগরে প্রাইভেটকারচাপায় ঘটনাস্থলে মা-ছেলের মৃত্যু হয়েছে।

রবিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ইলাশপুর নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন দক্ষিণ সুরমা উপজেলার কামাল বাজার এলাকার শুক্কুর আলীর স্ত্রী সালাম বেগম (৫২) ও তার পুত্র আব্দুল কাইয়ুম (৩২)। তারা ইলিশপুরস্থ একটি ভাড়া বাসায় বসবাস করছিলেন।

জানা গেছে, রবিবার রাত সাড়ে আটটার দিকে সিলেট থেকে ছেড়ে আসা প্রাইভেটকার উপজেলার ইলাশপুর নামক স্থানে ভার্ড চক্ষু হাসপাতালের সামনে মহাসড়ক পারাপারের সময় মা ও ছেলেকে চাপা দিলে ঘটনাস্থলে তারা নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে তাজপুর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স এর কর্মীরা লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতল মর্গে প্রেরণ করেন। ঘটনাস্থলে থাকা ওসমানীনগর থানার এস আই সবিনয় বৈদ্য দুর্ঘটনায় মা ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়