সোমবার, ২৫ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ০৪ আগস্ট ২০২২, ০৮:৩৩

সেন্সরে জমা পড়লো ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’

সেন্সরে জমা পড়লো ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’
অনলাইন ডেস্ক

সিয়াম-পরীমনি জুটির নতুন সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। ছবিটির নির্মাণকাজ শেষ হয়েছে। শেষ হয়েছে এডিটিং ও ডাবিংও। এবার মুক্তির পালা। শিগগির প্রকাশ হবে গান ও ট্রেলার টিজার।

তার আগে সেন্সরের অনুমতির জন্য ছবিটি সেন্সর বোর্ডের টেবিলে জমা পড়লো। ছবির পরিচালক আবু রায়হান জুয়েল এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘সম্প্রতি আমরা ছবিটি সেন্সরের জন্য জমা দিয়েছি। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই ছবিটি মুক্তি পাবে।’

‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’ ছবিতে সিয়াম-পরীমনি ছাড়াও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, আজাদ আবুল কালাম, মুনিরা মিঠু, কচি খন্দকার, আশিষ খন্দকারসহ ১৮ জন শিশুশিল্পী।

প্রখ্যাত লেখক মুহাম্মদ জাফর ইকবালের ‘রাতুলের রাত রাতুলের দিন’ অবলম্বনে ২০১৮-১৯ অর্থবছরের সরকারি অনুদানে নির্মিত হচ্ছে সিনেমাটি। প্রথমে চলচ্চিত্রটির নাম ছিল ‘নসু ডাকাত কুপোকাত’।

পরে নাম পরিবর্তন করে রাখা হয় ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। এর চিত্রনাট্য রচনা করেছেন জাকারিয়া সৌখিন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়