মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫  |   ২৪ °সে

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২২, ০৯:২৫

গণেশ পূজা করলেন সালমান-শাহরুখ

গণেশ পূজা করলেন সালমান-শাহরুখ
অনলাইন ডেস্ক

ভারতের মুম্বাইয়ে বোন অর্পিতা খানের বাড়িতে গণেশ চতুর্থী উদযাপন করেছেন বলিউড সুপারস্টার সালমান খান। অন্যদিকে বলিউড বাদশা শাহরুখ খানও গণেশ পূজা করেন। প্রতিবছরের মতো এবারও জাঁকজমকভাবে পূজার আয়োজন করেছেন তিনি।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে পূজা উদযাপনের একটি ভিডিও শেয়ার করেন সালমান খান। ভিডিওতে দেখা যায়, আরতি পরিবেশন করেছেন তিনি। অনুষ্ঠানে এই অভিনেতা একটি সাদা শার্ট ও নীল ডেনিম পরেছিলেন।

ভিডিওতে আরও দেখা যায়, এক ব্যক্তি সালমানকে পূজার থালি দেন। সালমান একটি শিশুর দিকে ইঙ্গিত করেছিলেন যেন সে তার সঙ্গে যোগ দেয়। ছেলেটি মাথা নাড়লে সালমান হেসে আরতি করতে থাকেন।

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে জানা যায়, সালমানের বোনের বাড়ির পূজাতে আরও উপস্থিত ছিলেন রিতেশ দেশমুখ ও জেনেলিয়া, ক্যাটরিনা কাইফসহ অনেক তারকারা।

অন্যদিকে শাহরুখ খান সামাজিক যোগাযোগমাধ্যমে গণপতির ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, সবাই যেন ভালো থাকে। গণপতি যেন প্রত্যেকের স্বপ্ন পূরণ করেন।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়