সোমবার, ২৫ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৩, ০০:৪০

টেইলর সুইফট-জো অ্যালনের প্রেমের বিচ্ছেদ

টেইলর সুইফট-জো অ্যালনের প্রেমের বিচ্ছেদ
অনলাইন ডেস্ক

অনেক দিন ধরে শোনা যাচ্ছিল টেইলর সুইফট-জো অ্যালনের প্রেমে বিচ্ছেদের সুর। এ নিয়ে গুঞ্জনের বিভিন্ন গল্প প্রকাশিত হয়েছে গণমাধ্যমে। এবার সেই গুঞ্জনই সত্যি হয়েছে। মার্কিন পপ তারকা টেইলর সুইফট ও ব্রিটিশ অভিনেতা জো অ্যালনের সম্পর্ক ভেঙে গেছে। এডিটিভির সংবাদে এমনটাই জানা গেছে।

টেইলর সুইফট-জো অ্যালন দীর্ঘ ৬ বছর ধরে প্রেমের সম্পর্কে মগ্ন ছিলেন। ভক্তদের প্রায় প্রত্যেকেই তাদের সম্পর্কের কথা জানতেন। এবার তাদের বিচ্ছেদের কথা শুনে সবাই কষ্ট পেয়েছেন। কয়েক সপ্তাহ আগেই তাদের বিচ্ছেদ হয়ে গেছে। ফলে এই দুই তরাকাকে আর কোনো অনুষ্ঠানে একসঙ্গে দেখা যায় না।

সম্প্রতি টেইলর সুইফট-জো অ্যালনের বিচ্ছেদের গুঞ্জনের কথা চারদিকে শোনা যায়। অবশ্য এ কথা কেউ কেউ উড়িয়ে দিয়েছিলেন।

উল্লেখ্য, টেইলর সুইফট ও জো অ্যালন ২০১৬ সাল থেকে প্রেমের সম্পর্কে রয়েছেন। ২০১৮ সালে এক সাক্ষাৎকারে তাদের প্রেমের সম্পর্ক নিয়ে খোলামেলা কথা বলেন জো। জো সেই সাক্ষাৎকারে বলেছিলেন, ‘আমি জানি যে মানুষ আমাদের সম্পর্ক নিয়ে বিভিন্ন কথা জানতে ভীষণ আগ্রহী। তবে আমরা সম্পর্কের ক্ষেত্রে বেশ গোপনীয়তা রেখেছি চলেছি। তবে আমাদের মানুষের তুমুল আগ্রহের কারণে তা আর গোপন রইলো না।’

অন্যদিকে সুইফট এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘এখন আমরা সামাজিক যোগাযোগমাধ্যমের যুগের বসবাস করি। আপনি কারো সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়লে তা আর গোপন রাখা যাবে না। আমাদের ৬ বছরের প্রেমে, আমরা গুঞ্জন শুনেছি। কিন্তু এগুলো আমরা পাত্তা দেইনি।’

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়