সোমবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৪  |   ৩০ °সে

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ১৩:৩৭

বায়ুদূষণ কমাতে কৃত্রিম বৃষ্টির চিন্তা পাকিস্তানের, ঢাকায় স্বস্তি

বায়ুদূষণ কমাতে কৃত্রিম বৃষ্টির চিন্তা পাকিস্তানের, ঢাকায় স্বস্তি
অনলাইন ডেস্ক

বিশ্বের দূষিত শহরের তালিকায় প্রায়ই শীর্ষে থাকছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর। এতে চরম স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছে সেখানের বাসিন্দারা। এমন পরিস্থিতিতে দূষণের মাত্রা কমাতে কৃত্রিম উপায়ে বৃষ্টি নামানোর চিন্তা করছে পাঞ্জাব কর্তৃপক্ষ।

এ বিষয়ে প্রাদেশিক পরিবেশমন্ত্রী বিলাল আফজাল ও শিক্ষামন্ত্রী মনসুর কাদিরের সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। যেখানে শহরে দূষণ নিয়ন্ত্রণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পদক্ষেপের মূল্যায়ন নিয়ে আলোচনা হয়।

বৈঠকে সেখানের পরিবেশ সচিব রশিদ কামালুর রহমান, পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর, স্পারসোসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশ নেন। দূষণ কমাতে কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর বিষয়ে এতে আলোচনা হয়।

শুক্রবার (১৭ নভেম্বর) এয়ার কোয়লিটি এনডেক্সে দেখা গেছে, ২৪৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লাহোর। আর ৩০৯ স্কোর নিয়ে তালিকায় শীর্ষে অবস্থান করছে ভারতের রাজধানী দিল্লি।

গত প্রায় এক মাস ধরেই বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে থাকছে লাহোর ও দিল্লি। শহর দুইটির দূষণের মাত্রা মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

তবে বাংলাদেশের রাজধানী ঢাকার বায়ু অনেকটাই উন্নতি হয়েছে। বৃষ্টির কারণেই এমনটা হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও বৃষ্টি কমে গেলে আবার বাড়তে পারে ঢাকার দূষণের মাত্রা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়