বুধবার, ০২ জুলাই, ২০২৫  |   ২৯ °সে

প্রকাশ : ২৬ মে ২০২৫, ১৫:১৪

চার‌দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সই হবে ৭ সমঝোতা স্মারক

চার‌দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা, সই হবে ৭ সমঝোতা স্মারক
অনলাইন ডেস্ক

চার‌দিনের সফরে ২৭ মে দিবাগত রাতে জাপান সফরে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সফরে ৭‌টি সমঝোতা স্মারক সই করবে দুই দেশ। এ ছাড়া, জাপানের কাছে ১ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তাও চাওয়া হবে।

সোমবার (২৬ মে) প্রধান উপদেষ্টার সফর নি‌য়ে পররাষ্ট্র মন্ত্রণালয় আয়ো‌জিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব রুহুল আলম সিদ্দিকী।

তিনি বলেন, চারদিনের জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা। ২৭ মে দিবাগত রাতে টো‌কিওর উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি।

এই সফরে নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেওয়ার পাশাপাশি জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে ৩০ মে দ্বিপক্ষীয় বৈঠক করবেন ড. ইউনূস।

সফর শেষে ৩১ মে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়