সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫  |  

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১৭:৪৩

বিআইআইএসএস-এর নতুন ডিজি রিদওয়ানুর রহমান

বিআইআইএসএস-এর নতুন ডিজি রিদওয়ানুর রহমান
অনলাইন ডেস্ক

মেজর জেনারেল আ স ম রিদওয়ানুর রহমানকে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) মহাপরিচালক (ডিজি) নিয়োগ দিয়েছে সরকার।

তাকে এই নিয়োগ দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ন্যস্ত করে রোববার (১৬ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

অন্যদিকে বিআইআইএসএস-এর মহাপরিচালকের দায়িত্ব চালিয়ে আসা মেজর জেনারেল ইফতেখার আনিসকে সেনাবাহিনীতে ফিরিয়ে নিতে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয় ন্যস্ত করা হয়েছে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ একটি রাষ্ট্রীয় স্বায়ত্তশাসিত জাতীয় গবেষণা ইনস্টিটিউট, এটি সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান হিসাবে কাজ করে। বিআইআইএসএস বাংলাদেশে নিরাপত্তা ও কৌশলগত বিষয়ে গবেষণা পরিচালনা করে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়