সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫  |  

প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৫, ১৭:৪৪

জ্ঞানই শিক্ষার্থীদের মূল শক্তি, পড়াশোনাকে সবার আগে রাখতে হবে: ডিসি মাসুদ

জ্ঞানই শিক্ষার্থীদের মূল শক্তি, পড়াশোনাকে সবার আগে রাখতে হবে: ডিসি মাসুদ
অনলাইন ডেস্ক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেছেন, শিক্ষার্থীদের মূল দায়িত্ব নিজেদের মানুষ হিসেবে গড়ে তোলা। ভবিষ্যতের প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আত্মবিশ্বাস তৈরি করতে হবে। সেজন্য জ্ঞানই হবে মূল শক্তি। আর জ্ঞান অর্জন করতে হলে পড়াশোনাকেও সবার আগে রাখতে হবে।

রোববার (১৬ নভেম্বর) রাজধানীর ঢাকা কলেজের শহিদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটোরিয়ামে ঢাকা কলেজ, ঢাকা সিটি কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মিলনমেলায় তিনি এসব কথা বলেন।

মাসুদ আলম বলেন, তোমাদের বাবা–মা তোমাদের পড়াশোনা করিয়ে মানুষের মতো মানুষ বানাতে চায়। পরীক্ষায় পাশ করা গুরুত্বপূর্ণ, তবে তার চেয়েও বড় বিষয় হলো নিজেকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করা। যে কোনো পরিস্থিতিতে আমি যেন নিজের জায়গায় দাঁড়াতে পারি—এই সক্ষমতা অর্জন জরুরি। আমি নিজেও প্রত্যন্ত গ্রামের পরিবেশ থেকে পড়াশোনা করে উঠে এসেছি। গত ৫ আগস্টের পর আমি রমনা বিভাগে এসেছি। এখানে প্রায় সময়ই বিভিন্ন রকম ঝামেলার মধ্যে থাকি। সবচেয়ে বেশি আতঙ্কিত থাকি ঢাকা কলেজ-সিটি কলেজ-আইডিয়াল কলেজের মারামারির কথা শুনে৷ এই এলাকার ব্যবসায়ীরাও আতঙ্কিত থাকেন। নিউমার্কেট থানার ওসি এবং তিন কলেজের অধ্যক্ষের প্রচেষ্টায় আজকের এই মিলনমেলা। এখন থেকে সবাই একসঙ্গে মিলেমিশে থাকতে হবে৷

ঝামেলা বা অনাকাঙ্ক্ষিত ঘটনায় না জড়ানোর আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, যখন কোনো গন্ডগোল হয়, বাবা–মা সবার আগে উদ্বিগ্ন হয়। কোনো ঘটনায় কেউ আহত বা মারা গেলে সবচেয়ে বেশি কষ্ট পায় পরিবার। তাই ঝামেলা থেকে দূরে থাকা জরুরি। জীবনকে সামনে এগিয়ে নিতে পড়াশোনাই শিক্ষার্থীদের সবচেয়ে বড় ‘ভরসা’। এজন্য সবার আগে পড়াশোনার প্রতি মনোযোগী হতে হবে।

মিলনমেলায় ডিএমপির নিউমার্কেট থানার মধ্যস্থতায় তিনটি কলেজের শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা অংশগ্রহণ করেন। এ সময় শিক্ষার্থীরা নিজেদের মধ্যে বিভেদ ভুলে একসঙ্গে চলার প্রত্যয় জানান।

এর আগে গত ৯ নভেম্বর ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের মধ্যে সংঘর্ষ রোধে মৌখিক শান্তিচুক্তি অনুষ্ঠিত হয়। তবে সেদিন সিটি কলেজের শিক্ষার্থীরা অংশ না নিলেও আজ মিলনমেলায় অংশগ্রহণ করেছেন।

ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াসের সভাপতিত্বে মিলনমেলায় আরও উপস্থিত ছিলেন আইডিয়াল কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ রেজওয়ানুল, ঢাকা সিটি কলেজের অধ্যক্ষ অধ্যাপক কাজি নেয়ামুল হক এবং ডিএমপির রমনা বিভাগ ও নিউমার্কেট জোন-থানা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়