প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৯
হাদির সবশেষ শারীরিক অবস্থা জানালেন চিকিৎসক

সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা এখনও ক্রিটিক্যাল রয়েছে। এ ছাড়া তার অবস্থা আগের মতোই অপরিবর্তিত রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ।
বুধবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় গণমাধ্যমকে ডা. আহাদ এসব তথ্য জানান।
তিনি জানান, হাদির শারীরিক অবস্থা বর্তমানে ক্রিটিক্যাল অ্যান্ড স্ট্যাটিক—অর্থাৎ অবনতি হয়নি, তবে উন্নতিও হয়নি। তার হৃদযন্ত্র সাপোর্টে, ফুসফুস ভেন্টিলেশন সাপোর্টে, এবং কিডনির ইউরিন আউটপুট চিকিৎসা সহায়তায় বজায় রাখা হচ্ছে।
চিকিৎসকরা জানিয়েছেন, হাদির মাথার ভেতরে থাকা গুলির অংশটি মস্তিষ্কের ডিপ সিলেট অঞ্চলে অবস্থান করছে, যা অপসারণ করলে ব্রেন ফাংশনে দৃশ্যমান উন্নতি হবে কি না—তার কোনো নিশ্চয়তা নেই। বরং অস্ত্রোপচার বা দীর্ঘ যাত্রার ঝুঁকি বর্তমানে আরও জটিলতা সৃষ্টি করতে পারে।
ডা. আহাদ বলেন, কিছু মহল হাদিকে ইউকে বা যুক্তরাষ্ট্রে নেওয়ার বিষয়ে আলোচনা শোনা গেলেও, সিঙ্গাপুরের চিকিৎসকদের মূল্যায়নে বিষয়টি এখনও বাস্তবসম্মত নয়। কারণ, দীর্ঘ ভ্রমণের ধকল সহ্য করার মতো শারীরিক সক্ষমতা তার নেই কি না—সেটিও বড় প্রশ্ন। এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে পরিবারের মতামত ও সম্মতিও গুরুত্বপূর্ণ।
চিকিৎসকরা জানিয়েছেন, হাদির চিকিৎসা আপাতত সিঙ্গাপুর জেনারেল হসপিটালেই চলবে এবং এটি কনজারভেটিভ ম্যানেজমেন্টের আওতায় থাকবে। নিয়মিত ইনভেস্টিগেশন ও ক্লোজ মনিটরিং করা হচ্ছে।
ডা. আব্দুল আহাদ আরও বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে হাদির অবস্থা নিয়ে যেসব উন্নতির দাবি করা হচ্ছে, সেগুলোর কোনো ভিত্তি নেই। তার শারীরিক অবস্থা আগের মতোই সংকটজনক ও স্থির রয়েছে। চিকিৎসকরা দেশবাসীর প্রতি গুজবে কান না দেওয়ার এবং তার সুস্থতার জন্য দোয়া করার আহ্বান জানিয়েছেন।
চিকিৎসকরা আশা প্রকাশ করেছেন, বাংলাদেশে যে চিকিৎসা প্রোটোকল অনুসরণ করা হয়েছিল, তার ধারাবাহিকতায় সিঙ্গাপুরেও সর্বোচ্চ মানের চিকিৎসা প্রদানের কাজ অব্যাহত থাকবে।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়; পরে সেখান থেকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। এভারকেয়ার থেকে উন্ন চিকিৎসার জন্য নেয়া হয় সিঙ্গাপুরে। বর্তমানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।







