প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫, ১৬:২৪
স্বামীর পাশে শায়িত হলেন বেগম জিয়া

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে তাঁর স্বামী, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা শেষে তাঁকে বিকেল সাড়ে ৪টায় জিয়া উদ্যানে স্বামীর কবরের পাশে তাকে দাফন করা হয়।
এর আগে জাতীয় পতাকায় মোড়ানো খালেদা জিয়ার মরদেহ একটি গাড়িতে করে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হয়। সেখানে দুপুরের পর তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।
বিকেল তিনটা তিন মিনিটে খালেদা জিয়ার জানাজা শুরু হয়ে তিনটা পাঁচ মিনিটে শেষ হয়। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আবদুল মালেক জানাজা পড়ান।
জানাজা শুরুর আগে বিপুল মানুষের উদ্দেশে খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবার কাছে মায়ের জন্য দোয়া চান। তিনি বলেন, ‘দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন।’
তারেক রহমান বলেন, খালেদা জিয়া জীবিত থাকাকালে যদি কারও কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিদের তাঁর সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানান। তিনি বলেন, বিষয়টি পরিশোধের ব্যবস্থা করা হবে। একই সঙ্গে তিনি বলেন, খালেদা জিয়ার কোনো কথা বা ব্যবহারে কেউ কষ্ট পেয়ে থাকলে মরহুমার পক্ষ থেকে তিনি ক্ষমা প্রার্থনা করছেন।
এর আগে বেলা পৌনে তিনটার দিকে জানাজার কার্যক্রম সঞ্চালনা শুরু করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, সংগ্রাম, সাফল্য এবং নানা সময়ে নিগ্রহের শিকার হওয়ার প্রসঙ্গ তুলে ধরেন। নজরুল ইসলাম খান বলেন, দল–মতনির্বিশেষে সবার শ্রদ্ধা, ভালোবাসা ও সম্মান নিয়ে খালেদা জিয়া বিদায় নিয়েছেন। তিনি একটি অনন্য উদাহরণ রেখে গেছেন।
জানাজায় অংশ নেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা–কর্মী। এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও বিশিষ্ট ব্যক্তিরাও জানাজায় উপস্থিত ছিলেন।
জানাজাকে কেন্দ্র করে বেলা তিনটা পর্যন্ত মানিক মিয়া অ্যাভিনিউ ও আশপাশের এলাকা—বিজয় সরণি, খামারবাড়ি, কারওয়ান বাজার, ফার্মগেট, শাহবাগ ও মোহাম্মদপুর পর্যন্ত বিপুল মানুষের উপস্থিতিতে লোকারণ্য হয়ে ওঠে।
জানাজা শেষে খালেদা জিয়াকে তাঁর স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।







