মঙ্গলবার, ১৪ মে, ২০২৪  |   ২৮ °সে

প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ১০:৩১

রিজার্ভ এখন ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার

রিজার্ভ এখন ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার
অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফের পদ্ধতি মেনে রিজার্ভের নতুন হিসাব প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন হিসাবে রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় ২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার বা ২ হাজার ৩৫৬ কোটি ৭৫ লাখ ১০ হাজার ডলার।

বৃহস্পতিবার (১৩ জুলাই) কেন্দ্রীয় ব্যাংক এ হিসাব প্রকাশ করে। একই সঙ্গে নিজেদের হিসাবও দেখিয়েছে বাংলাদেশ ব্যাংক।

কেন্দ্রীয় ব্যাংকের নিজেদের হিসাবে রিজার্ভ দেখানো হয়েছে ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার বা ২ হাজার ৯৯৭ কোটি ৩৪ লাখ ডলার। গতকাল বুধবার রিজার্ভের পরিমাণ ২৯ দশমিক ৯৭ বিলিয়ন ডলার দেখায় বাংলাদেশ ব্যাংক, যা আজ সংশোধন করা হলো।

বাংলাদেশকে দেওয়া আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের অন্যতম শর্ত ছিল, বিপিএম-৬ ফর্মুলায় দেশের রিজার্ভ গণনা। এটি চলতি বছরের জুন মাসের মধ্যেই প্রকাশ করার কথা ছিল। সেই শর্তের আলোকে আজ বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকে এ হিসাব প্রকাশ করলো।

এর আগে গত জুনে আইএমএফের বিপিএম-৬ ফর্মুলা অনুযায়ী দেশের বৈদেশিক মুদ্রার মজুত বা রিজার্ভ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার। একই সময়ে বাংলাদেশ ব্যাংকের হিসাব গণনা অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ৩১ দশমিক ২ বিলিয়ন ডলার।

আইএমএফের হিসাব অনুযায়ী দেশের যে রিজার্ভ (২৩ দশমিক ৫৭ বিলিয়ন ডলার) আছে তা দিয়ে চার মাসের আমদানি ব্যয় মেটানো যাবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়