রবিবার, ২৪ আগস্ট, ২০২৫  |   ৩০ °সে

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৩, ১৯:৪৬

নানার দেয়া ছেলের নাম জানালেন পরী মণি

নানার দেয়া ছেলের নাম জানালেন পরী মণি
অনলাইন ডেস্ক

ঢাকাই চিত্রনায়িকা পরী মণির ছেলে শাহীম মুহম্মদ রাজ্যের আরো একটি নাম আছে। আর সেই রেখেছেন এই চিত্রনায়িকার নানা। নামটি হলো পূণ্য।

সোমবার (৭ আগস্ট) সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ছেলের একটি ছবি পোস্ট করেন তিনি। এসময় ক্যাপশনে তিনি লেখেন, ‘আমার নানার দেয়া তার আরো একটা সুন্দর নাম আছে। পুন্য।’

এদিকে ছেলের নামে ‘রাজ্য’ অংশের পরিবর্তে কেন ‘পদ্ম’ লিখেছেন তা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। সোশ্যালে ভক্ত-শুভাকাঙ্ক্ষীদের অনেকে বলছেন, রাজ-পরীর সংসার বোধহয় আর একদমই টিকছে না। এ কারণে রাজের সঙ্গে মিলিয়ে রাখা ছেলের নামের ‘রাজ্য’ অংশ ছেঁটে ফেললেন চিত্রনায়িকা।

প্রসঙ্গত, ২০২১ সালে নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমার শুটিং সেটে পরিচয় রাজ-পরীর। তারপর প্রেম ও পরিণয়। এরপর বিয়ে করেন তারা। আর গত বছরের ১০ আগস্ট তাদের সংসারে একমাত্র ছেলের জন্ম হয়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়