শুক্রবার, ১৭ মে, ২০২৪  |   ৩১ °সে

প্রকাশ : ২৩ এপ্রিল ২০২২, ১১:১০

ভালো গানের কোটি ভিউ হয় না

ভালো গানের কোটি ভিউ হয় না
অনলাইন ডেস্ক

ঈদে দুটি গান নিয়ে আসছেন ‘স্যাড মেলোডি কুইন’খ্যাত সংগীতশিল্পী ফাহমিদা নবী।

দুটি গানের সুরই করেছেন তিনি। দেশে ফিরেছেন দুই মাস পর। এই তারকার সঙ্গে কথা বলেছেন রণ

বিদেশে দুই মাস...

এবার লম্বা সময়ের জন্য দেশে ছিলাম না। দীর্ঘ দুই মাস পর দেশে ফিরেছি গত সপ্তাহে। গিয়েছিলাম মূলত মেয়ে আর ছোট বোনের কাছে ইংল্যান্ডে। সেখান থেকে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে যুক্তরাষ্ট্রের এলেতে একটি শো করেছি। এরপর মেক্সিকোয় বাংলাদেশ অ্যাম্বাসির আমন্ত্রণে মেক্সিকোতে একটি শো করেছি। সাধারণত মেক্সিকোতে আমাদের দেশের শিল্পীরা পারফর্ম করার সুযোগ পান না। তাই এই সুযোগটি পেয়ে ভালো লেগেছে। গানও করা হয়েছে, দেশটিও ঘুরে দেখেছি। সরকারি আমন্ত্রণ ছিল বলে দারুণ সম্মানের সঙ্গে আমাকে যতœ করা হয়েছে। সবকিছু বেশ ভালো ছিল।

কিন্তু দিনশেষে দেশকে খুব মিস করছিলাম। কারণ প্রবাস থেকে আসার পর এত লম্বা সময় আমি দেশের বাইরে থাকিনি। মনে হচ্ছিল কাছের মানুষদের, সহকর্মীদের কতদিন দেখি না। শুধু আমি নই, তারাও আমাকে খুব মিস করেছে। আমার বাসার দ্বাররক্ষীও যে আমাকে এত মিস করেছে তার কথা না শুনলে জানতাম না। আমি আসার পর ছলছল চোখে বলছে ম্যাডাম, এবার অনেক দিন বাইরে থাকলেন। আপনি আর এতদিন বাইরে থাকবেন না! তা শুনে আমারও চোখে পানি চলে আসে। এই ভালোবাসার জন্যই তো শিল্পীজীবনকে আঁকড়ে ধরে আছি।

দুই গান... আসছে ঈদ উপলক্ষে আমার গাওয়া ও সুর করা দুটি নতুন গান ভিডিওসহ ২৭ এপ্রিল মুক্তি পাচ্ছে আমার ইউটিউব চ্যানেল আনমোল প্রেজেন্টস-এ। গান দুটি হচ্ছে ‘আমি তোমার সমাধিতে এসেছি’ এবং ‘এমন কেন হয়’। প্রথমটি লিখেছেন মঞ্জুরুল আলম চৌধুরী, সংগীতায়োজন করেছেন তানভীর দাউদ রনি ও শুভেন্দু দাস।

মিউজিক ভিডিওটি নির্মাণ করা হয়েছে দেশের বাইরে। নির্দেশনায় ছিল আনমোল। এই গানটির কথা, সুর ও সংগীত এমনভাবে করা, যেন গানটি শোনার পর সবাই নস্টালজিক হয়ে পড়ছে। সঙ্গে একটা মন খারাপের বার্তা। যাদেরকে শুনিয়েছি তারা আমাকে বলেছে, ঈদের সময় কেন এমন স্যাড গান? আসলে দর্শকরাই আমাকে স্যাড মেলোডি কুইন বলে ডাকেন। আমি ভালো কথার একটি গান পেলে তা দিয়ে অন্যরকম কিছু করার চেষ্টা করি।

ঈদ মানেই যে একটা ধুম ধাড়াক্কা গান করে ফেলব সেটা আমার দ্বারা কখনই সম্ভব না। এসব গান আমি গাইতে চাই না, আমার দ্বারা হবেও না। না হলো কোটি ভিউ। আর অনেক হিসাব করে বলছি, আমাদের দেশে ভালো গান কোটি ভিউ কখনই পায় না। এখন তো সবাই গানকে গানের বদলে প্রোডাক্ট বলে। গান হলো মনের খোরাক। সেটি কখনো পণ্য হতে পারে না।

এমন কেন হয়...

এই গানটি লিখেছেন আতিউর রহমান। এর আগে তার লেখা আমার কণ্ঠে ‘বৃষ্টি চেয়ে মন’ দারুণ জনপ্রিয় হয়। তিনি প্রায়ই আমাকে গান পাঠান। এই গানটি অবশ্য গান ছিল না। অনেক বড় কবিতা ছিল। ধরো, কেউ দার্জিলিংয়ে বেড়াতে গেছে। মেঘ তার গা ছুঁয়ে যাচ্ছে। হাতে এক কাপ চা, অন্য এক কাপ কারও জন্য রাখা। কিন্তু সে আর আসবে না তা জানা। কারণ, সম্পর্কটা আর নেই। পরে সেই কবিতার মূল অংশ থেকে গানটি করেছি।

সূত্র: দেশ রূপান্তর

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়