বুধবার, ০৬ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৩, ০৬:০৮

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪ জনেরই মৃত্যু

নারায়ণগঞ্জে গ্যাস বিস্ফোরণে দগ্ধ ৪ জনেরই মৃত্যু
অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি বহুতল ভবনে অবৈধ গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। এর ফলে বিস্ফোরণে দগ্ধ ৪ জনেরই মৃত্যু হলো।

বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে সর্বশেষ মারা যান ৫৫ বছর বয়সী হাসিনা মমতাজ।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে আড়াইহাজার থানাধীন আড়াইহাজার পৌরসভাস্থ দিঘিরপাড় এলাকায় একটি বহুতল ভবনে অবৈধ গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়।

দগ্ধরা হলেন, সায়মা আক্তার (৪০), কানিজ খাদিজা নিপা (৩৯), সোহান (৪৫) ও হাসিনা মমতাজ (৫৫)।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক মো. তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, চিকিৎসাধীন অবস্থায় সকাল ৯টার দিকে হাসিনার মৃত্যু হয়। তার শরীরের ৫৫ শতাংশ দগ্ধ ছিল।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়