প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ১৯:৩৩
বাংলাদেশকে আর কখনো দিল্লির উপনিবেশে পরিণত করা যাবে না

আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেছেন, বিপ্লবের বিপদ দুটি দিক থেকে আসতে পারে- অভ্যন্তরীণ ও বহিঃশত্রু। অভ্যন্তরীণভাবে সমাজে ফ্যাসিবাদের দোসর ও ভারতীয় দালালদের অনুপ্রবেশ ঘটেছে, যারা বিপ্লব ব্যর্থ করতে চায়। এই বিপ্লবকে টিকিয়ে না রাখলে ইতিহাসে বিলীন হয়ে যাবে। বিপ্লবে ছাত্ররা নেতৃত্ব দিলেও সমাজের সকল শ্রেণির মানুষ এতে অংশগ্রহণ করেছে। তাই কেউ যেন এমন কিছু না করে যাতে এই বিপ্লব প্রশ্নবিদ্ধ হয়। বাংলাদেশকে আর কখনো ফ্যাসিবাদের বা দিল্লির উপনিবেশে পরিণত করা যাবে না।
মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাই বিপ্লবের প্রথম বর্ষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এতে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম।
মাহমুদুর রহমান বলেন, বর্তমান সরকারের আয়ু মাত্র কয়েক মাস। এই সরকারের পক্ষে মৌলিক পরিবর্তন আনা সম্ভব নয়। নির্বাচিত সরকারের প্রতি পরামর্শ তারা যেন তরুণদের জন্য বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণের ব্যবস্থা করে। বিপদের সময় তারুণ্যের প্রশিক্ষিত শক্তিই হবে আমাদের প্রতিরক্ষা। তরুণদের মধ্যে আমি অসাধারণ পরিবর্তন দেখেছি। বিশেষ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে এবং ইসলামী মূল্যবোধে তাদের দৃঢ়তা আমাকে আশাবাদী করেছে।
তিনি বলেন, বহিঃশত্রু হিসেবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রগুলোকে পটেনশিয়াল শত্রু বিবেচনা করতে হবে। ভারত হিন্দুত্ববাদী রাষ্ট্র, মিয়ানমার বৌদ্ধ রাষ্ট্র। এই বাস্তবতায় আমাদের মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে সাবধানে চলতে হবে। আমরা সামরিক দিক থেকে শক্তিশালী নই, পারমাণবিক শক্তি নেই। তাই আমাদের জাতীয় ঐক্য ও প্রস্তুতি অত্যন্ত জরুরি।
এর আগে সকাল সাড়ে ১০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বর থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি ক্যাম্পাসের প্রধান ফটক প্রদক্ষিণ করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। পরে অনুষ্ঠানে জুলাই আগস্ট বিপ্লবের শহীদদের স্মরণে দোয়া, ১ মিনিট নীরবতা পালন ও বিপ্লবের ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। এছাড়াও অতিথিদের সংবর্ধনা ও আন্দোলন নিয়ে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।