বুধবার, ০৬ আগস্ট, ২০২৫  |   ২৭ °সে

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৫, ২০:৩৯

আগামী রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা

আগামী রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচন: প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক

আগামী রমজানের আগে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (৫ আগস্ট) রাতে ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জাতির উদ্দেশ্যে ভাষণে এ কথা জানান তিনি।

ড. ইউনূস বলেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাব, যেন নির্বাচন কমিশন আগামী রমজানের আগে, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করেন।

প্রধান উপদেষ্টা বলেন, কিছু সংস্কার আমরা বাস্তবায়ন করেছি। দীর্ঘ মেয়াদি সংস্কারে আমরা অনেক বিষয়ে ঐক্যমত্য হয়েছি।

তিনি বলেন, স্বৈরাচার সরকারের তুচ্ছ-তাচ্ছিল্য, দমন-পীড়নে তরুণ শিক্ষার্থীদের কোটাবিরোধী বিক্ষোভ দাবানলে পরিণত হয়। আর তাতেই স্বৈরাচারের মসনদ ভেঙে পড়ে।

রাত সোয়া ৮টার পর এ ভাষণ শুরু করেন প্রধান উপদেষ্টা।

বাংলাদেশ টেলিভিশন, বিটিভি নিউজ ও বাংলাদেশ বেতারে ভাষণটি একযোগে সম্প্রচার হয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়