রবিবার, ১৯ মে, ২০২৪  |   ২৮ °সে

প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৩, ০৩:৪৮

পানির নিচে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রেলপথ, বন্ধ ট্রেন চলাচল

পানির নিচে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রেলপথ, বন্ধ ট্রেন চলাচল
অনলাইন ডেস্ক

কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটের এক কিলোমিটার রেল লাইন পানিতে তলিয়ে গেছে। এতে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল সাময়িক সময়ের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

শুক্রবার (৬ অক্টোবর) সকালে রেল লাইনে পানি ওঠার খবর পাওয়া যায়।

বিষয়টির নিশ্চিত করে কিশোরগঞ্জ রেল স্টেশনের মাস্টার মিজানুর রহমান বলেন, বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টির কারণে কিশোরগঞ্জ সদর উপজেলার কাননিকা এলাকায় প্রায় এক কিলোমিটার রেল লাইন পানিতে তলিয়ে গেছে। কিশোরগঞ্জ শহরের আজিমউদ্দিন স্কুলের সামনে চট্টগ্রাম থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস আটকা পড়েছে। এ কারণে কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

যাত্রীদের ভাষ্য, আজ সকাল ৭ টার দিকে কিশোরগঞ্জে স্টেশন পার হয়ে আটকা পড়েছেন তারা। ৯টার দিকে ময়মনসিংহ পৌঁছার কথা থাকলে লাইন তলিয়ে যাওয়ায় ট্রেন বন্ধ রয়েছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়