রবিবার, ২৮ এপ্রিল, ২০২৪  |   ২৯ °সে

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৩, ১২:৪১

সেনা সহায়তায় ৯ মাস পর বাড়ি ফিরলো ১১ বম পরিবার

সেনা সহায়তায় ৯ মাস পর বাড়ি ফিরলো ১১ বম পরিবার
অনলাইন ডেস্ক

দীর্ঘ ৯ মাস পর সেনা সহায়তায় বান্দরবানের থানচি সদর ইউনিয়নের প্রাতা বম পাড়ার ১১টি পরিবারের ৪৯ জন সদস্য বাড়ি ফিরেছেন।

শনিবার (১৮ নভেম্বর) পরিস্থিতি স্বাভাবিক মনে হওয়ার কারণে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মো. শাহীনুর হকের অনুমতিতে থানচি উপজেলা সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড প্রাতা বম পাড়ায় তারা প্রবেশ করেন।

এসময় পাড়াবাসীর বাকলাই সেনা ক্যাম্প, ১৬ ইস্ট বেঙ্গল নিজেদের ইস্যুকৃত রশদ থেকে প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ২ কেজি তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবণ, ৪ কেজি ময়দা ও ১ কেজি চিনি প্রদান করা হয়।

জানা যায়, গত বছরের ৬ মার্চ পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) লাগাতার নির্যাতন ও নিপিড়নের ভয়ে পাড়ায় বসবাসরত মোট ২৮টি পরিবার বিভিন্ন স্থানে পালিয়ে যায়। সেনা সহায়তায় আজ ২৮টি পরিবারের মধ্যে বাড়ি ফিরেছেন ১১টি বম পরিবারের ৪৯ জন সদস্য।

প্রাতা বম পাড়ার বাসিন্দা পিয়ার নিয়ার বম রনি বলেন, গত বছর কেএনএফ ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সমস্যার কারণে আমরা দীর্ঘ নয় মাস ধরে বন জঙ্গলে, বিভিন্ন আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয়ে ছিলাম। আজ বাড়ি ফিরতে পেরে খুব খুশি লাগছে।

প্রাতা পাড়ার আরেক সদস্য লিলি বম বলেন, দীর্ঘ ৯ মাস বন-জঙ্গলে পালিয়ে খুব কষ্টে দিন কাটাতে হয়েছে। অনেকদিন পর নিজ পাড়ার বসতভিটায় ফিরতে পেরেছি। এত আনন্দ বলার মতো না।

বাকলাই সেনা ক্যাম্পের অধিনায়ক ১৬ ইস্ট বেঙ্গলের ক্যাপ্টেন সালমান জানান, প্রাতা পাড়ার অবস্থান পাহাড়ি ও দুর্গম এরিয়ায়। তাই বিশ্বস্ত সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহের পাশাপাশি তাদের জন্য গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকবে। এছাড়া তাদের সর্বাত্মক সহযোগিতা করারও আশ্বাস দেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়