শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪  |   ৩১ °সে

প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৩, ০৫:০৪

বোরকা পরে ঘুরছিল যুবক, চোর ভেবে পুলিশে দিলো গ্রামবাসী

বোরকা পরে ঘুরছিল যুবক, চোর ভেবে পুলিশে দিলো গ্রামবাসী
অনলাইন ডেস্ক

চোর ভেবে বোরকা পরা এক ব্যক্তিকে আটক করে গ্রামবাসী। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৩টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বাদঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তির নাম কামরুল ইসলাম (৩৫)। তিনি শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের চুনকুড়ি গ্রামের বাসিন্দা।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, শ্যামনগর সদরের বাদঘাটা সাবেক ইউপি সদস্য মুজিবুর রহমানের বাড়ির সামনে থেকে বোরকা পরা অবস্থায় কামরুল ইসলামকে আটক করে পুলিশে দেয় গ্রামবাসী। তাদের সন্দেহ সে চুরি করতে এসেছিল।

তিনি বলেন, আটক কামরুলকে জিজ্ঞাসাবাদে জানা গেছে তার দুই বউ। ছোট বউ বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় বোরকা পরে তাকে খুঁজছিল সে। থানায় তার বিরুদ্ধে কোনো চুরি অভিযোগের রেকর্ড নেই। তবে মানুষের সঙ্গে প্রতারণা করার অভিযোগ রয়েছে। বিষয়টি আরও তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়