শনিবার, ১৮ মে, ২০২৪  |   ৩৩ °সে

প্রকাশ : ২৪ জুন ২০২২, ১২:০২

ট্রাকচাপায় প্রাণ গেল চার শিক্ষকসহ ৫ জনের

ট্রাকচাপায় প্রাণ গেল চার শিক্ষকসহ ৫ জনের
অনলাইন ডেস্ক

নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার এলাকার বাবতলি মোড়ে ট্রাকচাপায় সিএনজিতে থাকা ৪ শিক্ষকসহ ৫ জন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ জুন) ভোরে এ ঘটনা ঘটে। তাদের মধ্যে চারজন পুরুষ ও একজন নারী।

নিহতরা হলেন- মো. দেলোয়ার হোসেন (৪৭), মো. মকবুল হোসেন (৫৮), মো. লেনিন (২৭), জান্নাতুল (৩৫)। তারা চারজন শিক্ষক। আর অন্যজন হলেন সিএনজি চালক মো. সেলিম (৪৫)।

স্থানীয়রা জানান, জেলার নিয়ামতপুর উপজেলা থেকে সিএনজিযোগে নওগাঁ টিচার্চ ট্রেনিং সেন্টারে যাচ্ছিলেন কয়েকজন শিক্ষক। পথে নওগাঁ থেকে একটি ট্রাকের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যায় সিএনজিটি। ঘটনাস্থলে তিন শিক্ষক মারা যান। হাসপাতালে নেওয়ার পথে আরও ২ জন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকজন। তাদের মধ্যে নুরজাহান নামে এক যাত্রীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ করছেন।

নওগাঁ সদর থানার ওসি (তদন্ত) রাজিবুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এ বিষয়ে বিস্তারিত পরে জানা যাবে।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়