শনিবার, ১৮ মে, ২০২৪  |   ২৮ °সে

প্রকাশ : ২৫ জুন ২০২২, ১০:২৩

ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত

ব্রাহ্মণবাড়িয়ায় বন্যা পরিস্থিতি অপরিবর্তিত
অনলাইন ডেস্ক

অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়ার সৃষ্ট বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনো পানিবন্দি অবস্থায় আছেন জেলার সদর উপজেলা, বিজয়নগর, নাসিরনগর, আখাউড়া ও বিজয়নগর উপজেলার নিম্নাঞ্চলের প্রায় সাড়ে ৬ হাজার পরিবার।

এদের মধ্যে নিম্ন আয়ের মানুষগুলো চরম বিপাকে পড়েছেন। পানিবন্দি হওয়ায় কাজে বের হতে পারছেন না। যারা এনজিও থেকে ঋণ নিয়েছিলেন, তারা আছেন কিস্তি আতঙ্কে।

বন্যা পরিস্থিতি তৈরি হওয়া এলাকাগুলো ঘুরে দেখা গেছে, অধিকাংশ ঘরেই হাঁটু পানি জমেছে। পানির কারণে ঘরের ফ্লোরের মাটি কাঁদা হয়ে গেছে। ফলে ঘরের ভেতর ঠিকমতো হাঁটাচলা করা যাচ্ছে না। অনেকে পরিবারের ছোট ছেলে-মেয়েদের স্বজনদের কাছে পাঠিয়ে দিয়েছেন।

পাহাড়ি ঢলের পানিতে এখন পর্যন্ত জেলার ১ হাজার ১০৪টি পুকুরের মাছ ও পোনা ভেসে গেছে। যার মূল্য ৫ কোটি ১০ লাখ টাকারও বেশি।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়