শনিবার, ১৮ মে, ২০২৪  |   ৩১ °সে

প্রকাশ : ২৫ জুন ২০২২, ১০:৫৩

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ

রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুন, একই পরিবারের ৪ জন দগ্ধ
অনলাইন ডেস্ক

রাজধানীর বংশালের একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগেছে।এতে দগ্ধ হয়েছেন একই পরিবারের ৪জন।

শনিবার (২৫ জুন) আগাসাদেক রোড এলাকায় ভোর ৪টার দিকে এই দুর্ঘটনা ঘটে।এই ঘটনায় দগ্ধদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধরা হলেন, সালমা বেগম (৫০), মো. ইসরাফিল (৬২), শাহজাদী আক্তার (৩৫) ও ইমরান হোসেন(২৮)।

ইসরাফিলের ভাতিজা মো. তারেক জানান, বংশালের আগাসাদেক রোড ৫৬নম্বর বাসায় গ্যাস লিকেজ থেকে হঠাৎ আগুন লেগে যায়।এতে একই পরিবারের ৪জন দগ্ধ হয়। পরে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তবে কীভাবে আগুন লেগেছে তা জানা যায় নি।

জরুরি বিভাগের চিকিৎসক জানিয়েছেন, দগ্ধ চারজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে। এদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক ও বাকি দুজনের অবস্থাকেও শঙ্কামুক্ত বলা যাবে না। তাদের শরীরে ৫০ শতাংশ থেকে ১৫ শতাংশ দগ্ধ হয়েছে।

সূত্র: আরটিভি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়