বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫  |  

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৫, ১২:১৯

চাঁদপুরে দুর্বৃত্তদের গুলিতে মোটরসাইকেল আরোহী যুবক নিহত

চাঁদপুরে দুর্বৃত্তদের গুলিতে মোটরসাইকেল আরোহী যুবক নিহত
অনলাইন ডেস্ক

চাঁদপুরের ফরিদগঞ্জে দুর্বৃত্তদের গুলিতে রুহুল আমিন (৩৭) নামে এক মোটরসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার রুপসা উত্তর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে।

নিহত রুহুল আমিন ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব বড়ালী গ্রামের মিজি বাড়ির মাওলানা মাহমুদুল হাসানের ছেলে। তিনি দুই সন্তানের জনক এবং পেশায় একটি প্রাইভেট ব্যবসা প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

ঘটনার প্রত্যক্ষদর্শী মো. সোহাগ হোসেন বলেন, তিনি প্রতিদিনের মতো ওই রাতে টেটা দিয়ে মাছ শিকার করতে বের হন। রাত ১০টার দিকে দয়াগাজী বাড়ি মসজিদের সামনে অবস্থানকালে হঠাৎ দেখতে পান—হেলমেট ও মুখোশধারী দুই ব্যক্তি একটি মোটরসাইকেলে চড়ে আসছে। তারা অপর মোটরসাইকেল আরোহীকে ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করে সামনে এসে পড়ে। এরপর তাদের মধ্যে এক ব্যক্তি গুলি চালালে অপর মোটরসাইকেল আরোহী (রুহুল আমিন) সড়কের ওপর পড়ে যান। গুলি করার পর তারা আবারও ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করতে করতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

স্থানীয় মসজিদের ইমাম মাওলানা কাউসার আহমেদসহ আরও কয়েকজন জানান, গুলির শব্দ শুনে তারা ঘটনাস্থলে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি মোটরসাইকেলসহ সড়কে পড়ে আছেন।

নিহতের চাচা মো. আলী হোসেন মিজি বলেন, রুহুল আমিন সিটি গ্রুপের বেঙ্গল কোম্পানির চা পাতা বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার সকালে মোটরসাইকেলে করে পণ্য বিক্রির উদ্দেশ্যে বের হন। রাতে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাতিজার মরদেহ শনাক্ত করেন।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত নয়। পুলিশ ঘটনাটি তদন্ত করছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পুলিশি হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়