মঙ্গলবার, ২৭ জানুয়ারি, ২০২৬  |  

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:২৫

চাঁদাবাজদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান

চাঁদাবাজদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে জামায়াত: ডা. শফিকুর রহমান
অনলাইন ডেস্ক

চাঁদাবাজদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ক্ষমতায় গেলে চাঁদাবাজি ও মামলা-বাণিজ্যের সংস্কৃতি বন্ধ করে মানুষকে সম্মানজনক কাজে যুক্ত করা হবে।

সোমবার (২৬ জানুয়ারি) সকালে কুষ্টিয়া শহরের শহীদ আবরার ফাহাদ স্টেডিয়ামে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে আয়োজিত এক জনসভায় এসব কথা বলেন তিনি।

বক্তব্যের শুরুতে ডা. শফিকুর রহমান ২৪ জুলাই আহত ও শহীদদের স্মরণ করেন। তিনি বলেন, গত ৫৪ বছরে দেশের নদী ও খালগুলোকে তিলে তিলে হত্যা করা হয়েছে। নদী ও খাল খননের নামে বরাদ্দ দেওয়া হলেও সেই অর্থ লুটপাট করা হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, ‘আমরা কারও প্রতি প্রতিশোধ নেব না। অন্যায়ভাবে কাউকে মামলার আসামি করা আমাদের রাজনীতি নয়। আমাদের করা মামলায় একজন করে আসামি থাকে। কিন্তু অন্য একটি দল শত শত মামলা করে হাজারো মানুষকে আসামি করেছে। মামলা-বাণিজ্য ও দখলদারিত্বে তারা জড়িয়ে পড়েছে।’

কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় চাঁদাবাজির চিত্র তুলে ধরে তিনি বলেন, এখান থেকে যাওয়া প্রতিটি ট্রাক থেকে পাঁচ হাজার টাকা করে চাঁদা নেওয়া হয়, ট্যাম্পু স্ট্যান্ড দখল করা হয়েছে। এসব অপকর্ম থেকে সরে আসার আহ্বান জানান জামায়াত আমির।

নারীদের ক্ষমতায়ন প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় গেলে সক্ষম পুরুষ ও নারীদের হাতে কাজ তুলে দেওয়া হবে, বিশেষ করে তরুণদের অগ্রাধিকার দেওয়া হবে। জামায়াত বেকার ভাতা দেবে না, বরং কর্মসংস্থানের ব্যবস্থা করবে।

তিনি বলেন, নদী বাঁচানোর মধ্য দিয়েই এই অঞ্চলের সংগ্রাম শুরু হবে। কুষ্টিয়া চিনিকল বন্ধ পড়ে আছে, ক্ষমতায় গেলে তা পুনরায় চালু করা হবে। জনগণ সুযোগ দিলে বাংলাদেশের সব সেক্টরে বিপ্লব ঘটানো সম্ভব।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘দফায় দফায় দুইটি দল বহু বছর দেশ পরিচালনা করেছে। এবার দেশের পরিবর্তন চায় তরুণ সমাজ। তারা ন্যায় ও ইনসাফভিত্তিক বাংলাদেশ দেখতে চায়। দেশবাসী আর বস্তাপচা রাজনীতি দেখতে চায় না।’

নারীদের নিরাপত্তা ও মর্যাদা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়ে জামায়াত আমির বলেন, নারীদের ঘরে, যাতায়াতে ও কর্মস্থলে নিরাপত্তা ও সম্মান নিশ্চিত করা হবে। বড় শহরগুলোতে নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালু করা হবে। কর্মস্থলে নামাজ ও ওয়াশরুমের ব্যবস্থা, বেস্ট ফিটিং কর্নার ও বেবি কেয়ারের সুবিধাও রাখা হবে।

ডা. শফিকুর রহমান বলেন, গত ৫৪ বছরে যারা দেশকে ‘খামচে, কামড়ে তছনছ করে দিয়েছে’, তাদের দৃষ্টিভঙ্গি ও চরিত্রের পরিবর্তন না হলে দেশের জন্য ভালো কিছু করা সম্ভব নয়। তিনি দাবি করেন, জামায়াত গরিব মানুষের মুখে খাবার ও শরীরে কাপড় তুলে দিতে সংগ্রাম করে যাচ্ছে।

জনসভায় তিনি আরও বলেন, জনগণ ক্ষমতায় যাওয়ার সুযোগ দিলে যোগাযোগব্যবস্থার উন্নয়ন করে পণ্যের দাম কমানো হবে, সিন্ডিকেট ভেঙে দেওয়া হবে এবং কৃষিসহ সব খাতে সংস্কার আনা হবে। জামায়াত কখনো চাঁদাবাজি বা মামলা-বাণিজ্য করে না এবং কাউকে করতেও দেবে না বলে জানান তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়