প্রকাশ : ২৪ জানুয়ারি ২০২৬, ০৯:২২
ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় স্বাধীনতা অর্জন: ড. ইউনূস

ঊনসত্তরের গণঅভ্যুত্থানের মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে সবাইকে একটি সত্যিকারের গণতান্ত্রিক সমাজ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায়ই আমরা মহান স্বাধীনতা অর্জন করেছি।
শনিবার (২৪ জানুয়ারি) ‘ঊনসত্তরের গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে এসব কথা বলেন তিনি।
বাণীতে অধ্যাপক ইউনূস বলেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়। বায়ান্নর ভাষা আন্দোলন, ঐতিহাসিক ছয় দফা আন্দোলন, পরবর্তীকালে এগারো দফা এবং ঊনসত্তরের গণঅভ্যুত্থানের ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জাতি স্বাধীনতা অর্জন করে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, তৎকালীন স্বৈরাচারী শাসন ও দমন–পীড়নের বিরুদ্ধে ১৯৬৯ সালের জানুয়ারি মাসজুড়ে দেশজুড়ে আন্দোলন তীব্র হয়ে ওঠে। ছাত্র-জনতাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ২৪ জানুয়ারি সেই আন্দোলন ব্যাপক গণঅভ্যুত্থানে রূপ নেয়। সংগ্রামী মানুষ সান্ধ্য আইন ভেঙে মিছিল বের করলে পুলিশের গুলিতে শহীদ হন ঢাকার নবকুমার ইনস্টিটিউটের নবম শ্রেণির ছাত্র মতিউর রহমান মল্লিকসহ আরও অনেকে।
তিনি বলেন, এসব শহীদের আত্মত্যাগ পরবর্তী সব গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে, এমনকি জুলাই গণঅভ্যুত্থানসহ বিভিন্ন আন্দোলনে, দেশের তরুণ সমাজকে সাহস ও প্রেরণা জুগিয়েছে।
বাণীর শেষাংশে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঊনসত্তরের গণঅভ্যুত্থানের সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।







