শুক্রবার, ২৩ জানুয়ারি, ২০২৬  |  

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৬, ১১:১৮

ভূমিকম্প ও জামায়াত: যা বললেন তারেক রহমান

ভূমিকম্প ও জামায়াত: যা বললেন তারেক রহমান
অনলাইন ডেস্ক

জামায়াতে ইসলামীর নাম সরাসরি উল্লেখ না করে দলটির বিরুদ্ধে ‘মিথ্যাচার’, ‘মানুষকে ঠকানো’, ‘মুনাফেকি’ ও ‘শিরিক’-এর অভিযোগ তুলেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, এসব কর্মকাণ্ডের জন্য আল্লাহ সতর্কবার্তা হিসেবে সাম্প্রতিক ভূমিকম্প দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দিবাগত রাত পৌনে তিনটার দিকে নরসিংদী পৌর পার্কসংলগ্ন এলাকায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক জনসমাবেশে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, “ঢাকা শহরে কয়েকবার ভূমিকম্প হয়েছে। নরসিংদীতেও হয়েছে কি না”—এমন প্রশ্নে উপস্থিত জনতা সমস্বরে জানান, নরসিংদীই ছিল ভূমিকম্পের উৎপত্তিস্থল। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এদের এই শিরিক, এই মিথ্যাচার আর মুনাফেকির জন্য আল্লাহ আমাদের সতর্ক করছেন। হুঁশিয়ারি দিচ্ছেন—এগুলো বন্ধ না করলে শাস্তি আসবে।’

সমাবেশে বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, স্বাধীনতার সময় যারা নিজেদের স্বার্থে হানাদার বাহিনীর সহযোগিতা করেছে, দেশের মানুষ তাদের ৫০ বছর আগেই দেখেছে।

তিনি বলেন, ‘অনেকেই বলেন— অমুক কে দেখেছি, তুমুক কে দেখেছি। এবার অমুক কে দেখি। আমি তাদের বলি, যাদের কথা বলছেন তাদেরকে বাংলাদেশের মানুষ ৫০ বছর আগেই দেখেছে। তারা ৫০ বছর আগেই নিজেদের স্বার্থের জন্য লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। তারা নিজেদের স্বার্থের জন্য হানাদার বাহিনীকে সহযোগিতা করে লক্ষ লক্ষ মা-বোনের সম্মানহানি করেছে। ইদানিং খেয়াল করছি, তাদের লোকজন বিভিন্ন বাসা-বাড়িতে গিয়ে মা-বোনদের বিভ্রান্ত করছেন। তারা জান্নাতের টিকিট বিক্রি করছে।’

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতা, নারী, শ্রমিক ও পেশাজীবীরা জীবন বাজি রেখে স্বাধীনতার চেতনা রক্ষা করেছে। ১৯৭১ সালে অর্জিত স্বাধীনতার মূল চেতনা—মতপ্রকাশের অধিকার ও ভোটের অধিকার—মানুষ আবার ফিরিয়ে এনেছে। তাই এখন অন্যায়কে অন্যায় বলতে হবে, প্রতিবাদ করতে হবে।

গত ১৫ বছরে তথাকথিত নির্বাচনের নামে জনগণকে ভোটের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে উল্লেখ করে তারেক রহমান বলেন, এই সময়ে গুম, খুন, গায়েবি মামলা ও বিদেশে টাকা পাচার হয়েছে। এর ফলেই রাস্তাঘাট, স্কুল-কলেজ ও হাসপাতালের বেহাল দশা এবং কর্মসংস্থানের সংকট তৈরি হয়েছে।

আগামী ১২ তারিখের নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচনে দেশের জনগণকে সিদ্ধান্ত নিতে হবে—বাংলাদেশ কোন পথে যাবে।

“এই দেশের ২০ কোটি মানুষই এই দেশের প্রকৃত মালিক,” বলেন বিএনপির চেয়ারম্যান।

সমাবেশে তিনি নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের পরিচয় করিয়ে দেন। তাঁরা হলেন—নরসিংদী-১ (সদর) আসনে খায়রুল কবির খোকন, নরসিংদী-২ (পলাশ) আসনে ড. আবদুল মঈন খান, নরসিংদী-৩ (শিবপুর) আসনে মনজুর এলাহী, নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসনে সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল এবং নরসিংদী-৫ (রায়পুরা) আসনে মো. আশরাফ উদ্দিন বকুল।

এর আগে সমাবেশে বক্তব্য দেন বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আবদুল কাদির ভূইয়া জুয়েল, যুবদল ও ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা।

তারেক রহমান রাত ২টা ১০ মিনিটে সমাবেশস্থলের মঞ্চে ওঠেন। তাঁর আগমন উপলক্ষে বিকেল থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন। জনসমাবেশে সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এবং সঞ্চালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী।

নরসিংদীর সমাবেশ শেষে নারায়ণগঞ্জের আড়াইহাজারে আরেকটি নির্বাচনী সমাবেশে যোগ দেন তিনি।

প্রচারণার তথ্য দিয়ে বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য শায়রুল কবির খান আরটিএনএনকে জানান, নির্বাচনী প্রচারণার প্রথম দিনে ১৬ ঘণ্টায় সাতটি সমাবেশ শেষ করে গভীর রাতে গুলশানের বাসায় ফিরেন তারেক রহমান।

এর আগে, বেলা ৩টায় মৌলভীবাজার, সন্ধ্যা সোয়া ৬টায় হবিগঞ্জ, রাত সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার সরাইল, রাত সোয়া ১২টায় কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় বক্তব্য দেন তিনি।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়