শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪  |   ২৭ °সে

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪৩

বেসরকারি টিভিতে বিটিভির খবর প্রচার আর নয়

বেসরকারি টিভিতে বিটিভির খবর প্রচার আর নয়
অনলাইন ডেস্ক

সকল বেসরকারি টিভি চ্যানেলে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দুপুর ২টার খবর সম্প্রচার করার বাধ্যবাধকতা ছিল আওয়ামী লীগ সরকারের। যা এখন আর প্রয়োজন নেই বলে জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

বুধবার (১৮ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি আদেশ জারি করেছে মন্ত্রণালয়।

ওই আদেশে বলা হয়, বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) দুপুর ২টার খবর বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই মর্মে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা অভিমত ব্যক্ত করেছেন। বিষয়টি নির্দেশক্রমে অবহিত করা হলো।

প্রধান তথ্য অফিসার (চলতি দায়িত্ব) মো. নিজামুল কবির স্বাক্ষরিত এই আদেশ বলে জানা যায়।

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়